শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ | ৩০ ভাদ্র, ১৪৩১ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

এস আলমের গাড়ি ব্যবহার, দুঃখ প্রকাশ করলেন বিএনপি নেতা সালাহউদ্দিন


রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :২ সেপ্টেম্বর, ২০২৪ ৪:০৩ : অপরাহ্ণ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

অনিচ্ছাকৃত ভুলে  বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের গাড়ি ব্যবহার করার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আজ সোমবার দুপুরে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে এই দু:খ প্রকাশ করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘দীর্ঘ ১০ বছর পর আমার নিজ নির্বাচনী জেলায় সংবর্ধনা অংশ নিয়েছিলাম। আমি বিমানবন্দর থেকে নেমে কোনো গাড়িতে করে যাবো, সেটা তো আমি ঠিক করতে পারি নাই। যারা সংবর্ধনা আয়োজন করেছিল চকরিয়া জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ঠিক করে দিয়েছে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বিমানবন্দরে নামার পর আমাদের নেতাকর্মীরা বলছে-এই গাড়িতে উঠেন। এখন সেই গাড়িটি কার তা খোঁজ নেওয়ার চিন্তা-ভাবনার মধ্যে ছিলাম না। ১০ বছর পর নিজ জেলায় যাচ্ছি, তাই আবেগপ্লুত ছিলাম। মনের মধ্যে বাসনা ছিল কখন মা-বাবার কবর জিয়ারত করবো।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘পরে জানতে পারি, এই গাড়িটি আমার এক ছোট ভাইয়ের। যিনি এস আলম গ্রুপে চাকরি করেন। তিনি কোম্পানির বিভিন্ন জমির বিষয়গুলো দেখে থাকেন। এই জন্য তাকে গাড়িটি চলাচলের জন্য দিয়েছে।’

 

সাবেক এই মন্ত্রী বলেন, ‘আমি এস আলম কোম্পানির গাড়ি ব্যবহার করেছি-এ নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হওয়ার পর দেশবাসীর মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমি যদি অনিচ্ছায়কৃতভাবে দেশবাসী ও কারো মনে কোনো কষ্ট দিয়ে তার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা চাচ্ছি।’

আরও পড়ুন:

এস আলমের গাড়িকাণ্ডে কপাল পুড়লো সুফিয়ান-এনামের

৯ বছর পর ভারত থেকে দেশে ফিরেছেন বিএনপি নেতা সালাহউদ্দিন

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর