শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ | ৩০ ভাদ্র, ১৪৩১ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

ফেনীতে বন্যার্তদের পাশে পিএইচপি, আশ্রয় দিলো হাজারো মানুষকে


রাজনীতি সংবাদ প্রতিনিধি, ফেনী প্রকাশের সময় :২৪ আগস্ট, ২০২৪ ৯:৩৩ : অপরাহ্ণ
ফেনীতে পিএইচপি স্টিল মিলসে হাজারো বন্যাকবলিত মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। সেখানে তাদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছে।
Rajnitisangbad Facebook Page

স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন ফেনীর লাখো মানুষ। এ অবস্থায় ফেনীতে বন্যার্তদের পাশে গিয়ে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ পিএইচপি ফ্যামিলি।

শিল্পপ্রতিষ্ঠানটি ফেনীর মুহুরিগঞ্জে পিএইচপি স্টিল মিলসে হাজারের বেশি বন্যাকবলিত মানুষকে আশ্রয় দিয়েছে। একই সঙ্গে সেখানে পাঁচ হাজার বন্যাকবলিত মানুষের জন্য তিন বেলা খাবারের ব্যবস্থাও করেছে।

আজ শনিবার থেকে পিএইচপি ফ্যামিলির এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন।

তিনি জানান, ফেনীতে বন্যার্তদের উদ্ধারের জন্য পিএইচপি ফ্যামিলির উদ্যোগে একাধিক বোট সরবরাহ করা হয়েছে। এ ছাড়া মুহুরিগঞ্জে পিএইচপি স্টিল মিলসে বন্যার্তদের জন্য খাদ্য, পোশাক, নারীদের জন্য স্যানিটারি প্রোডাক্ট এবং শিশুদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।

মোহাম্মদ মহসিন বলেন, ‘আমরা আমাদের কারখানার দরজা খুলে দিয়েছি, সব বন্যা কবলিত মানুষ সেখানে আশ্রয় নিচ্ছেন। আমরা তাদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার, পোশাক, নারীদের জন্য স্যানিটারি প্রোডাক্ট এবং শিশুদের জন্য বিশেষ খাবার সরবরাহ করছি। ইতিমধ্যে হাজারেরও বেশি মানুষকে সেবা প্রদান করা হয়েছে এবং শনিবার থেকে ৫০০০ মানুষের জন্য পরিকল্পনা করা হয়েছে।’

 

পিএইচপি ফ্যামিলির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘আসল দুর্যোগ শুরু হবে পানি নেমে যাওয়ার পর। তখন তাদের পাশে থাকার খুবই প্রয়োজন হবে। পিএইচপি ফ্যামিলি নীরবে দেশের সেবা করে যাচ্ছে।’

মোহাম্মদ মহসিন বলেন, ‘শিল্প প্রতিষ্ঠানটির এই মানবিক উদ্যোগ বন্যা দুর্গত মানুষদের জন্য একটি বড় সহায়তা হিসেবে এসেছে এবং সমাজের অন্যান্য প্রতিষ্ঠানের জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত।’

আরও পড়ুন: বন্যায় ১৮ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় ৫০ লাখ মানুষ

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর