শনিবার, ৪ মে, ২০২৪ | ২১ বৈশাখ, ১৪৩১ | ২৪ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা ধর্ম

একা একা মুরগি জবাই করা কি জায়েজ


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৯ ডিসেম্বর, ২০২৩ ২:৩৯ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

মুরগি বা যে কোনো হালাল পশু জবাইয়ের জন্য একাধিক ব্যক্তি হওয়া জরুরি নয়, একজনও জবাই করতে পারবে। মা-মেয়ে, মা-ছেলে, ভাই-বোন যারাই হোক জবাই করতে কোনো অসুবিধা নেই। এখানে লিঙ্গগত কোনো ভেদাভেদ নেই।

এ ছাড়া আড়াই পোঁচে জবাই করাও জরুরি নয়। এটি একটি ভুল প্রচলন।

শরীয়তের মাসআলা হচ্ছে, পশু জবাইয়ের শুরুতে ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ উচ্চারণ করা। এরপর রগ কেটে রক্ত প্রবাহিত করে দেওয়া, তা যতো পোঁচেই হোক। তবে জবাইয়ের ক্ষেত্রে ধারালো অস্ত্র ব্যবহার করতে হবে, যেন প্রাণীর অধিক কষ্ট না হয়।

উপরোক্ত শর্তগুলো ছাড়াও পশু জবাইয়ের কিছু আদব ও মুস্তাহাব রয়েছে। সুন্নাহ সম্মত ও উত্তমপন্থায় পশু জবাই করতে চাইলে এই বিষয়গুলোর প্রতিও লক্ষ রাখা উচিত।

যেমন-

১. প্রাণীকে প্রয়োজনের অতিরিক্ত কষ্ট না দেওয়া। তাই প্রাণী ধরা, শোয়ানো ও জবাইয়ের কাজগুলো এভাবে করা উচিত যেন প্রাণীর অতিরিক্ত কষ্ট না হয়।
(সহীহ মুসলিম, হাদীস ১৯৫৫; মুসান্নাফে আব্দুর রাযযাক, বর্ণনা ৮৬০৯)

২. জবাইয়ের সময় পশুর মাথা দক্ষিণ দিকে রেখে কিবলামুখী করে বাম কাতে শোয়ানো এবং জবাইকারীর কিবলামুখী হয়ে জবাই করা।
(মুসান্নাফে আব্দুর রাযযাক, বর্ণনা ৮৫৮৭)

৩. পশুর সামনে অস্ত্র ধার না দেওয়া এবং এক পশুর সামনে আরেক পশু জবাই করা থেকে বিরত থাকা।

৪. পুরোপুরি নিস্তেজ না হওয়া পর্যন্ত কাটা-ছেলা ও অন্যান্য কাজ থেকে বিরত থাকা।

আরও পড়ুন:

স্ত্রী কি স্বামীকে তালাক দিতে পারেন?

আজান-ইকামতে রাসুলের নাম শুনে কি আঙুল চুমু খেয়ে চোখে লাগাতে হয়?

টাখনুর ওপরে প্যান্ট গুটিয়ে নামাজ পড়লে কি হবে?

যে কুকুরের কথা কোরআনে চার বার এসেছে

মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করা যাবে কি?

অজু ছাড়া কি কোরআন স্পর্শ করা যাবে?

আজান দেওয়ার সময় মুয়াজ্জিন কানে হাত দেয় কেন? 

মহানবী (সা.) কখনো আজান দেননি কেন?

হাদীসের নামে জালিয়াতি, প্রচলিত ১০ জাল হাদিস সম্পর্কে জেনে নিন

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর