রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ | ১৮ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৫

মূলপাতা রাজধানী

সন্ধ্যার পর রাজধানীতে তিন বাসে আগুন


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৮ নভেম্বর, ২০২৩ ১০:২১ : অপরাহ্ণ
আজ সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে বাসের আগুন নেভাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সংগৃহীত

হরতালের আগের রাতে রাজধানীর আগারগাঁও তালতলা, গুলিস্তানের কাপ্তানবাজার ও মেয়র হানিফ ফ্লাইওভারে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা আনিসুর রহমান জানান, আজ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে আগারগাঁও তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এরপর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গুলিস্থানে টোল প্লাজার সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই মেয়র হানিফ ফ্লাইওভারে একটি বাসে আগুন দেওয়া হয়।

তিনটি স্থানে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল রোববার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।

মন্তব্য করুন


আরও খবর