শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ | ৩০ ভাদ্র, ১৪৩১ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

টাঙ্গাইলে ট্রেনে আগুন, পুড়ে ছাই ৩ বগি


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৬ নভেম্বর, ২০২৩ ৯:১৭ : পূর্বাহ্ণ
গতকাল বুধবার রাতে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিলে এর তিনটি বগি ভস্মীভূত হয়ে যায়। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ‘টাঙ্গাইল কমিউটার’ ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ট্রেনের তিনটি বগি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ঘারিন্দা রেলস্টেশনে ঢাকা থেকে টাঙ্গাইলগামী ওই ট্রেনে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিচ বলেন, টাঙ্গাইল রেলস্টেশনে দাঁড়িয়ে ছিল টাঙ্গাইল কমিউটার ট্রেনটি। রাত আনুমানিক তিনটার দিকে দুর্বৃত্তরা এতে আগুন ধরিয়ে দেয়। খবর পাওয়ার পরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই ট্রেনটির তিনটি বগি পুড়ে যায়।

পুলিশ জানিয়েছে, রাত ৩টায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি ট্রেন টাঙ্গাইল স্টেশন ত্যাগ করার পর আগুন লাগে। আগুনের সূত্রপাত তদন্ত শেষে জানা যাবে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর