সোমবার, ৬ মে, ২০২৪ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে দুটি বাস ও টিসিবির ট্রাকে আগুন


রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :১৬ নভেম্বর, ২০২৩ ১০:০৫ : পূর্বাহ্ণ
গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ে দুটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

চট্টগ্রাম নগরীতে দুটি বাস ও টিসিবির একটি পণ্যবাহী ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে ওয়াসার মোড়ে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের নিচে পার্ক করে রাখা দুটি বাসে আগুন দেওয়া হয়। এর কিছু সময় আগে পাঁচলাইশ থানার বাদুরতলা এলাকায় টিসিবির পণ্যবাহী একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট খুলশীর ওয়াসার মোড় এলাকায় গিয়ে বাস দুটির আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারা এটি করেছে পুলিশ নিশ্চিত নয়। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা খান খলিলুর রহমান বলেন, ‘ওয়াসার মোড়ে দুটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাত ১১টার দিকে আগ্রাবাদ স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনে গাড়ি দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

খুলশী থানার ওসি রুবেল হাওলাদার বলেন, ‘ওয়াসার মোড়ে দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে রাত সাড়ে ৭টার দিকে পাঁচলাইশ থানার বাদুরতলা এলাকায় টিসিবির পণ্যবাহী একটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। যদিও আগুন পুরোপুরি ছড়িয়ে পড়ার আগে নিয়ন্ত্রণে আনা হয়।

পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, ‘ট্রাকটি সড়কের পাশে দাঁড়ানো ছিল। চালক বাইরে ছিলেন। কে বা কারা বোতলে আনা জ্বালানি তেল চালকের সিটে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়।’

ওসি বলেন, ‘দ্রুত চলে যাওয়ায় তাদের স্থানীয়রা শনাক্ত করতে পারেনি। তবে দ্রুত আগুন নেভানো হয়। তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আমরা এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর