মঙ্গলবার, ৭ মে, ২০২৪ | ২৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা রাজধানী

রাতে রাজধানীতে ৫ বাসে আগুন, ককটেল বিস্ফোরণ


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১১ নভেম্বর, ২০২৩ ১১:২৯ : অপরাহ্ণ
আজ রাতে রাজধানীর আরামবাগে বাসে আগুন দেওয়া হয়। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

বিএনপি-জামায়াত ও সমমনা জোটের ডাকা চতুর্থ দফায় ৪৮ ঘণ্টা অবরোধ শুরুর আগেই রাজধানীতে পাঁচ গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

আজ শনিবার রাত ৮টা থেকে ১১টার মধ্যে গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস এসব তথ্য জানিয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রাত ৮টা ২০ মিনিটে আরামবাগ পুলিশ বক্সের সামনে লাল-সবুজ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। রাত ৮টা ৩০ মিনিটের দিকে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে গাবতলী এক্সপ্রেসের একটি বাসে আগুন দেওয়া হয়। এরপর রাত ৯টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময়ে যাত্রাবাড়ীতে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ১১টার দিকে আগারগাঁওয়ের তালতলা বাসস্ট্যান্ডের কাছে শিখর পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

এদিকে আজ সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর ফার্মগেট ও গুলিস্তানে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর