বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ | ২৬ বৈশাখ, ১৪৩১ | ২৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বাণিজ্য

আবার বাড়লো স্বর্ণের দাম, ভাঙলো অতীতের সব রেকর্ড


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৫ নভেম্বর, ২০২৩ ৮:০১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

মাত্র নয় দিনের মাথায় দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা বেড়েছে। এতে অতীতের সব রেকর্ড ভেঙেছে।

সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়া‌নো হয়েছে। এর ফলে এই ক্যাটাগরির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৪ হাজার ৬২৬ টাকায় দাঁড়িয়েছে। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

এর আগে গত ২৬ অক্টোবর স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়েছিল। তখন স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছিল ১ লাখ ২ হাজার ৮৭৬ টাকা।

আজ রোববার সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার নতুন দাম ঘোষণা করে।

আগামীকাল সোমবার থেকে স্বর্ণের এই নতুন দর কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৯ হাজার ৯০২ টাকা, ১৮ ক্যারেটের দাম ৮৫ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭১ হাজার ৩২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে নতুন মূল্য তালিকায় সোনা বিক্রির অনুরোধ জানিয়েছে বাজুস।

রুপার দাম অপরিবর্তিত

ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর