বুধবার, ৮ মে, ২০২৪ | ২৫ বৈশাখ, ১৪৩১ | ২৮ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

আড়াই বছর পর মুক্তি পেলেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৪ নভেম্বর, ২০২৩ ৯:২৭ : অপরাহ্ণ
মাওলানা রফিকুল ইসলাম মাদানী। ফাইল ছবি
Rajnitisangbad Facebook Page

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানী।

আজ শনিবার রাত ৮টার দিকে কাশিমপুর কারাগার পার্ট-২ থেকে মুক্তি পান তিনি।

কাশিমপুর কারাগারের জেলার আমিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

গত বছরের ২৯ মার্চ ভবিষ্যতে কোনো ওয়াজ মাহফিলে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেবেন না-এমন শর্তে ঢাকা ও গাজীপুরের ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলায় রফিকুল ইসলাম মাদানীকে জামিন দেন হাইকোর্ট।

রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ২০২১ সালের ৭ এপ্রিল রাত সাড়ে ৩টার দিকে মাওলানা রফিকুল ইসলামকে নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটক করে র‌্যাব।

ওই বছরের ৮ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীর নামে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে র‌্যাব। এরপর গাজীপুরের বাসন এবং রাজধানীর মতিঝিল ও তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়।

মামলায় তার বিরুদ্ধে মারাত্মক মিথ্যা, ভয়ভীতি দেখিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মানহানিকর তথ্য প্রকাশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার মতো অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর