সোমবার, ৬ মে, ২০২৪ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

গয়েশ্বরকে ছেড়ে দিলো ডিবি পুলিশ


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৯ জুলাই, ২০২৩ ৪:০৯ : অপরাহ্ণ
নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় আটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ছেড়ে দিয়েছে পুলিশ। ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে বেলা ৩টার দিকে তাকে গাড়িতে করে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়।

এর আগে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ধোলাইখালে বিএনপির অবস্থান কর্মসূচিতে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে বেধড়ক পিটিয়ে আহত করে পুলিশ।

আরও পড়ুন: গয়েশ্বরকে বেধড়ক পেটালো পুলিশ

একাধিক ভিডিওতে দেখা গেছে, বিএনপির কয়েকজন কর্মী গয়েশ্বর রায়কে বাঁচাতে ঘিরে ধরে আছেন। এসময় তাদের এলোপাতাড়ি পিটুনি শুরু করে পুলিশ।

একপর্যায়ে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যান গয়েশ্বর রায়। মাটিতে পড়ার পরও বিএনপির এই অন্যতম শীর্ষ নেতাকে বেধড়ক পেটাতে থাকে পুলিশ।

পরে তাকে আহত অবস্থায় আটক করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর