রবিবার, ১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আবহাওয়া

চলতি মাসে ঘূর্ণিঝড়ের আভাস দিলো আবহাওয়া অফিস


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৬ মে, ২০২৪ ১২:৩১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

চলতি মাসে ঘূর্ণিঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ১৫ তারিখের পর এটি আসতে পারে। বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেটি থেকে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আজ সোমবার আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে ১৫ তারিখের পর দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আবদুর রহমান খান বলেন, খুলনা বাগেরহাটসহ রাজশাহী অঞ্চলে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রমেঘও সৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে। এ সময় নিরাপদ আশ্রয়ে থাকতে হবে।

তাপপ্রবাহের দাপট কমে আসবে জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, চলমান তাপপ্রবাহ আজ থেকে প্রশমিত হওয়ার সম্ভাবনা বেশি। আগামী ১২-১৩ তারিখ পর্যন্ত দেশে তেমন আর তাপপ্রবাহ আশা করছি না।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর