সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

ফাইনাল খেলা হবে ডিসেম্বরে: ওবায়দুল কাদের


রাজনীতি সংবাদ প্রতিনিধি, নোয়াখালী প্রকাশের সময় :২২ জুলাই, ২০২৩ ৮:৪৯ : অপরাহ্ণ
নোয়াখালী জেলা স্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘খেলা হবে, মোকাবিলা হবে, ফাইনাল খেলা হবে ডিসেম্বরে। অপেক্ষা করুন ফখরুল সাহেব। যত মিথ্যা বলে যাচ্ছেন, এই মিথ্যাই আপনাদের পতন ঘটাবে। প্রস্তুত হয়ে যান মোকাবিলার জন্য।’

আজ শনিবার বিকেলে নোয়াখালী জেলা স্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। ভিসানীতির নিষেধাজ্ঞা করে তাকে ভয় দেখিয়েছে। শেখ হাসিনা বলেছেন, ‘আমি শেখ মুজিবের কন্যা, আমাকে ভয়ে দেখিয়ে কোনো লাভ নেই’। বঙ্গবন্ধুর কন্যা প্রয়োজনে ডাল ভাত খাবেন কিন্তু কারো কাছে মাথা নত করবেন না।”

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘জেনারেল জিয়াউর রহমান দম্ভ করে বলেছিল মানি ইস নো প্রবলেম, টাকা কোনো সমস্যা নয়। আর আজ লন্ডনে বসে তারেক রহমান স্কাইপিতে বলেছেন টাকার কোনো অভাব হবে না। পিতা যা বলেছেন, পুত্রও তাই বলছে। এত টাকা এলো কোত্থেকে?’

ওবায়দুল কাদের বলেন, ‘তারেক রহমান ১৬ বছর ধরে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে আছেন। আর রাজনীতি করবে না এই অঙ্গীকার করেছেন। সেই তারেক রহমান বলে টাকার কোনো অভাব হবে না। আন্দোলন করে করে শেখ হাসিনার পতন ঘটাবে, এ ধরনে পরামর্শ দিচ্ছে বিএনপির নেতা-কর্মীদের। টাকা হলে নাকি আন্দোলন করতে পারবে। সে কোটি কোটি টাকা পাচার করেছে। সেই টাকার ৪০ কোটি টাকা শেখ হাসিনা উদ্ধার করেছেন। কোথা থেকে এতো বাড়ি, এতো গাড়ি, এতো কিছু। এসব দুর্নীতির টাকা, পাচারের টাকা, হাওয়া ভবনের টাকা। এই অপশক্তি রুখতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সৎ, মানবিক নেতা আখ্যা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা এখন এদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। গত ৪৮ বছরে এমন সৎ, সাহসী ও দক্ষ নেতা এদেশে জন্মায় নাই। তিনি ৩ ঘণ্টা ঘুমান বাকি সময় দেশের জন্য কাজ করেন। সততার দিক দিয়ে বিশ্বের প্রথম সারির কয়েক জন নেতার মধ্যে তিনিও একজন।’

আরও পড়ুন: ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের ডাক দিলো বিএনপি

জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিমের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কিরণ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা খানম, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, সাবেক সংসদ সদস্য ও হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর