বুধবার, ১৫ মে, ২০২৪ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৬ জিলকদ, ১৪৪৫

মূলপাতা বিএনপি

২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের ডাক দিলো বিএনপি


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২২ জুলাই, ২০২৩ ৬:২৮ : অপরাহ্ণ
আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

আগামী ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। এক দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে এই মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে লাখো মানুষের ঢল নামে। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এতে অংশ নেন।

২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের ডাক দিলো বিএনপি

মির্জা ফখরুল বলেন, ‘এটা বিরল ব্যতিক্রম সমাবেশ। তরুণরা জেগে উঠেছে সমাবেশের মাধ্যমে। আমি অনুপ্রাণিত হয়েছি। আমার আত্মবিশ্বাস বেড়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ অন্যায়ভাবে সংবিধান লঙ্ঘন করে জোর করে ক্ষমতায় বসে আছে। তারা নিশ্চিত, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তারা জিততে পারবেন না। দশটির বেশি আসন পাবেন না।’

ঢাকা-১৭ আসনের নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘হিরো আলম বাচ্চা ছেলে, খুব কষ্ট পেয়েছি আমি। অন্তত তাকে ভোটটা করতে দেবে, কিন্তু আওয়ামী লীগ তাকে করতে দেয়নি। ওরা এই দেশকে বাপের তালুকদারি মনে করে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বক্তব্য অনেক হয়েছে। এখন আর বক্তব্য নয়। এখন দাবি আদায়ের পালা।’

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার ভীরু, কাপুরুষ। তারা নির্বাচনে ভয় পায়। আমরা এই মুহূর্তে নির্বাচন চাই, কিন্তু তাদের অধীনে নয়, নিরপেক্ষ সরকারের অধীনে।’

পত্রিকার শিরোনাম দেখিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘গায়েবি মামলা এবারও। আগে এমন সোয়া লাখ মামলা হয়েছে। আজকে আবারো এমন মামলা দেওয়া হচ্ছে। কোথাও কিছু ঘটেনি কিন্তু মামলা দেয়া হচ্ছে।’

মির্জা ফখরুল বলেন, ‘এখন নতুন কৌশল নিয়েছে। আমাদের জনপ্রিয় নেতা, যারা নির্বাচন করতে পারে তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। তাদের দ্রুত সাজা দেয়ার চেষ্টা করছে।’

বিএনপি মহাসচিব সরকারকে হুঁশিয়ার বলেন, ‘আমরা স্পষ্ট করে বলছি, এবার এদেশে কোনো নির্বাচন হবে না নির্দলীয় সরকার ছাড়া। অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করতে হবে।’

সরকারকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘পদত্যাগ করে সংসদ বিলুপ্ত করুন। নতুন একটি নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন করুন। এই নির্বাচন কমিশনতো সরকার যা বলে তাই করে। দাস সুলভ মনোভাব নিয়ে তারা কাজ করছে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর