রবিবার, ৫ মে, ২০২৪ | ২২ বৈশাখ, ১৪৩১ | ২৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা ইসলামী দল

গদি টেকাতে চাইলে আলেমদের মুক্তি দাও, সরকারকে হেফাজত আমীর


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২২ জুলাই, ২০২৩ ১১:১১ : অপরাহ্ণ
হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। ফাইল ছবি
Rajnitisangbad Facebook Page

সরকারকে উদ্দেশ করে হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী হুঁশিয়ার করে বলেছেন, ‘আপনাদের সময় শেষ হয়ে এসেছে। আলেমদের আর জেলে রাখতে পারবেন না। আজকে বন্দি আলেমের মুক্তির দাবি গণদাবিতে পরিণত হয়েছে। যদি গদি টেকাতে চাও, অতি দ্রুত আলেমদের মুক্তি দাও। জাতির কাছে ক্ষমা চাও। নিজেদের মুক্তির পথ বের করো।’

আজ শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে শায়খুল হাদিস পরিষদ আয়োজিত জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।

মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি সকল ওলামায়ে কেরামের মুক্তি, দেশব্যাপী আলেম ওলামাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং আলেমদের মধ্যে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠায় করণীয় নির্ধারণের লক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়।

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ‘আলেমরা আদালত থেকে জামিন পাওয়ার পরও মুক্তি পাচ্ছে না। নতুন মামলা দিয়ে আটকিয়ে রাখা হচ্ছে। কঠোর গোয়েন্দা নজরদারি ও প্রশাসনিক চাপ প্রয়োগ করে দেশের কওমি মাদরাসাগুলোকে শ্বাসরুদ্ধকর অবস্থায় রাখা হয়েছে। জুমার খুতবা ও ওয়াজ-মাহফিল নিয়ন্ত্রণ করার বারবার চেষ্টা হয়েছে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় ও নাগরিক স্বাধীনতাও খর্ব করা হয়েছে।’

হেফাজতের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান বলেন, ‘সব আলেম ঐক্যবদ্ধ হয়ে কারাবন্দি ওলামাদের মুক্তি চায়। শান্তিপূর্ণ আন্দোলন করে আলেমদের মুক্ত করা যাবে না। আদালতে হাজিরা দিতে দিতে নাজেহাল অবস্থা। আলেমদের হাজিরা থেকে মুক্তি দেওয়া হোক।’

শায়খুল হাদিস পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মাহফুজুল হক সভাপতির বক্তব্যে বলেন, ‘ঘর থেকে বের হলেই আলেমদের গ্রেপ্তার করা হয়। শুধু মামুনুল হক নন, গোটা দেশকে কারামুক্ত করতে হবে।’

হেফাজত ইসলামের ঢাকা মহানগরের সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জোনায়েদ আল হাবিব বলেন, ‘শাপলা চত্বরের মতো আরেকবার ঐক্য গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। মাঠে না নামলে আলেমদের মুক্তি দিবে না।’

সদ্য কারামুক্ত হেফাজত ইসলামের সাবেক সহ সভাপতি মাওলানা সাখাওয়াত হোসেন রাজি বলেন, ‘আমি চাই সরকারের পরিবর্তন হোক। আমরা চাই যারাই ক্ষমতায় আসুক তাদের উলামাদের পক্ষে থাকতে হবে। ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। তবেই আমরা তাদের আমরা সমর্থন দিবো।’

শায়খুল হাদিস পরিষদের সভাপতি তাফাজ্জুল হক আজিজ বলেন, ‘সরকারকে বলবো, আপনারা যদি সম্মানের সাথে বিদায় নিতে চান, তাহলে মামুনুল হকসহ সকল আলেমদের মুক্তি দেন। না হলে আন্দোলনের গণবিস্ফোরণ সৃষ্টি হবে। তখন আর সামাল দিতে পারবেন না।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিস বাংলাদেশের আমীর মাওলানা ইসমাইল নূরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালউদ্দিন, হেফাজত ইসলামের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর