সোমবার, ৬ মে, ২০২৪ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

ইসলামী আন্দোলনের সমর্থকদের ওপর পুলিশ-বিজিবির লাঠিচার্জ


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১২ জুন, ২০২৩ ৭:২৪ : অপরাহ্ণ
বরিশালের বেলতলা বাজারে ইসলামী আন্দোলনের সমর্থকদের ওপর পুলিশ ও বিজিবির লাঠিচার্জ। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

বরিশালে সিটি নির্বাচনের ভোটগ্রহণ শেষে বেলতলা বাজারে জড়ো হওয়া ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমের সমর্থকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার বিকেল ৫টা ২১ মিনিটের দিকে ইসলামী আন্দোলনের সমর্থকরা পুলিশ ও বিজিবির নির্দেশ অমান্য করে স্লোগান দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ওপর লাঠিচার্জ করা হয়।

ঘটনাস্থলে অবস্থানরত বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ-কমিশনার মো. ফারুক হোসেন বলেন, পুলিশ লাঠিচার্জ করেনি। তবে ইসলামী আন্দোলনের সমর্থকরা বিজিবির নির্দেশ অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের লাঠিচার্জ করা হয়।

জানা গেছে, লাঠিচার্জের পর ইসলামী আন্দোলনের কয়েক হাজার নেতাকর্মী ছত্রভঙ্গ হয়ে পড়ে। তবে তারা আবারও বেলতলা এলাকায় জড়ো হচ্ছে এবং ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: 

বরিশাল ও খুলনায় ইসলামী আন্দোলনের ফল প্রত্যাখান

ফয়জুল করিমের ওপর হামলা প্রশ্নে সিইসি বললেন, উনি কি ইন্তেকাল করেছেন

বরিশালে মুফতি ফয়জুল করীমের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর