রবিবার, ১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আইন-আদালত

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন আটকে গেলো হাইকোর্টে


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৬ মে, ২০২৪ ৪:১২ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের উপনির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। এর ফলে আগামী ৫ জুন ওই আসনে নির্বাচন হচ্ছে না।

আজ সোমবার বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ১৬ মার্চ ওই আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল হাই মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়।

পরে গত ২৩ এপ্রিল আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র দাখিল শেষ ৭ মে, মনোনয়নপত্র বাছাই ৯ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১০ থেকে ১৪ মে, আপিল নিষ্পত্তি ১৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৬ মে এবং প্রতীক বরাদ্দ ১৭ মে। ভোট ৫ জুন।

ওই আসনে উপনির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন পান মো. নায়েব আলী জোয়ারদার‌।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করেছেন আব্দুল হাই।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর