বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ | ১২ বৈশাখ, ১৪৩১ | ১৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

কেরানীগঞ্জে আ.লীগ-বিএনপি ব্যাপক সংঘর্ষ, নিপুন রায়সহ আহত ৮


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৬ মে, ২০২৩ ১২:২৮ : অপরাহ্ণ
নিপুন রায় চৌধুরীসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

ঢাকার কেরানীগঞ্জে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দলটির নেতা-কর্মীদের সাথে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

এতে বিএনপির ঢাকা জেলা সাধারণ সম্পাদক নিপুন রায়সহ অন্তত ৮জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালে স্থানীয় আওয়ামী লীগের অফিস ভাঙচুর করা হয়েছে।

আজ শুক্রবার সকালে কেরানীগঞ্জের জিনজিরায় এ ঘটনা ঘটে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু অভিযোগ করে বলেন, সমাবেশ চলাকালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ইটপাটকেল মারতে থাকে। এ সময় আমাদের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। পুলিশের শক্ত অবস্থানের মধ্যে সমাবেশ আবার শুরু হয়েছে।

চলমান সরকারবিরোধী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণসহ দেশের ৯ বিভাগের ১৮ জেলা ও মহানগরে জনসমাবেশ করছে বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে কেরানীগঞ্জের জিনজিরায় দলটির সমাবেশ সকাল ১০ টার দিকে শুরু হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এতে সভাপতিত্ব করেন।

রুহুল কবির রিজভীর বক্তব্যের মধ্য দিয়ে বিএনপির সমাবেশ শেষ হয়। আইনশৃঙ্খলা বাহিনী এলাকাজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর