বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ | ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪

মূলপাতা দেশজুড়ে

গোপনকক্ষে জোর করে নৌকা প্রতীকে ভোট নেয়ার অভিযোগ


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৫ মে, ২০২৩ ১১:৩৯ : পূর্বাহ্ণ
ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে একটি ভোটকেন্দ্রের গোপনকক্ষে জোর করে নৌকা মার্কায় ভোট নেওয়ার অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দিতে গিয়ে এমন অভিযোগ করেন একজন ভোটার।

তিনি বলেন, অন্য মার্কায় ভোট দিলে সেটি বাতিল করতে বাধ্য করা হয়। এরপর রাজি না হলে উচ্চস্বরে বলতে শোনা যায়, মেয়রের ভোট নৌকায়, কাউন্সিলরের ভোট যাকে খুশি তাকে দেন। কথা কাটাকাটির এক পর্যায়ে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী কক্ষে আসেন।

ওই ভোটার বলেন, পোলিং এজেন্টদের দেখিয়ে বলে তোরা থাকতে অন্য মার্কায় ভোট দেয় কিভাবে?

এরপর আমাকে প্রশ্ন করেন বাড়ি কোথায়? নাম কি? আমি কেন্দ্র থেকে চলে আসি। এই ঘটনার পর কেন্দ্রের বাইরে নৌকার নেতাকর্মীরা উত্তেজনা সৃষ্টি করেন।

এক পর্যায়ে পুলিশ তাদের কেন্দ্রের সামনে থেকে সরিয়ে দেন।

আরও পড়ুন:

আজকে নৌকারই জয় হবে: আজমতউল্লাহ

কে হবেন গাজীপুরের নগরপিতা

হঠাৎ দুবাই যাওয়ার বিমান টিকিট কাটলেন জাহাঙ্গীর

মন্তব্য করুন


আরও খবর