বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ | ১২ বৈশাখ, ১৪৩১ | ১৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

হঠাৎ দুবাই যাওয়ার বিমান টিকিট কাটলেন জাহাঙ্গীর


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৪ মে, ২০২৩ ৯:২২ : অপরাহ্ণ
গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম
Rajnitisangbad Facebook Page

রাত পোহালেই অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। এই নির্বাচনে প্রার্থী না হয়েও আলোচনায় আছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। নিজের মা প্রার্থী হওয়ায় চালিয়েছেন প্রচার-প্রচারণা।

কিন্তু এরই মধ্যে এসেছে নতুন সংবাদ। দুবাই যাওয়ার বিমান টিকিট কেটেছেন জাহাঙ্গীর আলম।

টিকিটের তথ্য বিবরণী অনুযায়ী, নির্বাচনের পর দিন শুক্রবার (২৬ মে) সকাল সোয়া ৮টায় দুবাই গমনের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের টিকিট কিনেছেন গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। বিজনেস ক্লাসের ওই টিকিটে দেখা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১১টায় দুবাইয়ে পৌঁছাবেন তিনি। সঙ্গে ৩০ কেজি লাগেজ নেওয়ার অনুমতি পেয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (২৫ মে) সকাল থেকে শুরু হবে গাসিক নির্বাচনের ভোটগ্রহণ। সন্ধ্যায় ফলাফল ঘোষণা হবে।

কিন্তু হঠাৎ নির্বাচনের আগের দিন কেন তিনি বিদেশে যাওয়ার টিকিট কেটেছেন সে ব্যাপারে কিছুই জানাননি।

এবারের গাজীপুর সিটি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন জাহাঙ্গীরের মা জায়েদা খাতুন। তার প্রতীক টেবিল ঘড়ি। জাহাঙ্গীর আলম নিজেও নির্বাচনে প্রার্থীতার দৌঁড়ে ছিলেন। কিন্তু ঋণখেলাপীর কারণে তার প্রার্থীতা বাতিল হয়েছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর