বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ | ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪

মূলপাতা দেশজুড়ে

আজকে নৌকারই জয় হবে: আজমতউল্লাহ


রাজনীতি সংবাদ প্রতিনিধি, গাজীপুর প্রকাশের সময় :২৫ মে, ২০২৩ ৯:৩৪ : পূর্বাহ্ণ
আজ সকালে টঙ্গী দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমতউল্লাহ খান

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এডভোকেট আজমতউল্লাহ খান জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘আজকে নৌকারই জয় হবে।’

আজ বৃহস্পতিবার সকালে টঙ্গী দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

আজমতউল্লাহ খান বলেন, গাজীপুরে আজকে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অনেকে অপপ্রচার চালিয়েছিল যে, মানুষ ভোটকেন্দ্রে আসবে না। কিন্তু আজ সকাল থেকে শত শত মানুষ ভোটকেন্দ্রে হাজির হয়ে লাইনে দাঁড়িয়েছে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য।

আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী বলেন, গাজীপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠার ১০ বছর পরে জনগণ যেভাবে হতাশ হয়েছে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে, সেই ভোটাররা সকাল থেকে লাইনে হাজির হয়ে অপেক্ষা করছে। আমি ভোটারদের ধন্যবাদ জানাই।

আরও পড়ুন:

কে হবেন গাজীপুরের নগরপিতা

হঠাৎ দুবাই যাওয়ার বিমান টিকিট কাটলেন জাহাঙ্গীর

মন্তব্য করুন


আরও খবর