শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ | ১৫ চৈত্র, ১৪৩০ | ১৮ রমজান, ১৪৪৫

মূলপাতা জাতীয়

শান্তিপূর্ণ বিক্ষোভে সহিংসতার আশঙ্কা, মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২১ মে, ২০২৩ ১০:০৪ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ঢাকাসহ সারাদেশে আমেরিকান নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।

আজ রোববার বিকেলে ঢাকার মার্কিন দূতাবাস থেকে ‘ডেমোনস্ট্রেশন অ্যালার্ট’ শিরোনামে ভ্রমণ সতর্ক বার্তায় এই পরামর্শ দেওয়া হয়েছে।

ভ্রমণ সতর্ক বার্তায় বলা হয়, বাংলাদেশের আগামী নির্বাচন ২০২৪ সালের জানুয়ারির আগে বা ওই সময়ে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে ওই নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলের সমাবেশ এবং অন্যান্য নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে গেছে। সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভের সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়তে পারে এবং এইগুলোর গতি তীব্রতর হতে পারে।

মার্কিন দূতাবাস দেশটির বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের উদ্দেশ্য করে বলেছে, ‘মনে রাখতে হবে, শান্তিপূর্ণ বিক্ষোভগুলো সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। ফলে বিক্ষোভ ও কোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করুন।’

এতে আরও বলা হয়, মার্কিন নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করতে হবে। একইসঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য স্থানীয় গণমাধ্যমের দিকে লক্ষ্য রাখার কথা বলা হয়েছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর