শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ | ৭ বৈশাখ, ১৪৩১ | ১০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

ক্ষমতা হারানোর ভয়ে প্রধানমন্ত্রী পশ্চিমাদের ওপর রাগান্বিত: ফখরুল


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৫ মে, ২০২৩ ১০:০৪ : অপরাহ্ণ
সোমবার বিকেলে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমীর। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

ক্ষমতা হারানোর ভয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমাবিশ্বের প্রতি রাগান্বিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীর।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কেনো হঠাৎ করে এতোদিন পরে ওই স্যাংশনের ওপরে বিষোদগার করছেন। তিনি ভালো জানেন যারা স্যাংশন দেয় কীভাবে দেয়। কিছুদিন আগেও কিন্তু স্যাংশনের কারণে রাশিয়ার একটি জাহাজ বাংলাদেশ ফেরত দিয়েছে।’

আজ সোমবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যৌথ সভা শেষে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: তারা কার পয়সায় আন্দোলন করছে, প্রশ্ন প্রধানমন্ত্রীর

যে দেশ স্যাংশন দেবে তাদের থেকে কিছুই কিনবো না-প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এখন বাংলাদেশ কী ক্রয় করে যুক্তরাষ্ট্র থেকে, এটা আমরা সব জানি, তার পরিমান বলুন বা তার ভলিউম বলুন, এটাও আমরা সব জানি। সুতরাং এটা তিনি কেনো বলেছেন তা আমরা সহজে বুঝতে পারি।’

প্রধানমন্ত্রীর বিদেশে সফর প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী জাতিকে ধারণা দিতে চান, এখানে বিকল্প নেতৃত্ব নেই। তিনি বলতে চান, এবারের সফর সম্পূর্ণ সফল হয়েছে। কিন্তু জাতীয় ও আন্তর্জাতিকভাবে এই সফরের ফল প্রায় শূন্য। যুক্তরাষ্ট্রে তিনি গিয়েছিলেন মূলত বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের ৫০ বছরের সম্পর্কের ওপর একটা সেমিনারে বক্তব্য দিতে। প্রধানমন্ত্রী এ ধরনের সেমিনারে বক্তব্য দেন তা খুব আশ্চর্যের। এ ছাড়া আইএমএফের সঙ্গে বাংলাদেশের যে চুক্তিগুলো হয়েছে, সেগুলো অনেক শর্তযুক্ত। প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে গিয়েছেন রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে। সেখানেও বিশেষ কোনো অর্জন হয়েছে বলে জানা নেই।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘দেশে অর্থনৈতিক সংকট চলছে। ডলার সংকটে কয়লা আমদানি করতে না পারায় দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আমদানি করা যাচ্ছে না ডলারের অভাবে। রিজার্ভের পরিমাণ এত কমে গেছে যে, অর্থনীতিতে মারাত্মক সংকট সৃষ্টি হওয়া সময়ের ব্যাপার মাত্র।’

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ ৬ দেশের রাষ্ট্রদূতের অতিরিক্ত প্রটোকল প্রত্যাহার

নিষেধাজ্ঞার (স্যাংশন) কারণে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূতদের অতিরিক্ত প্রটোকল সুবিধা সরিয়ে নেয়া হয়েছে কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘এই বিষয়টি আমাদের জানা নেই। তবে এটা খুবই পরিষ্কার স্যাংশনের কারণে হয়তো তিনি ( শেখ হাসিনা ) ইরিটেটেড হয়েছেন। তিনি অত্যন্ত রাগান্বিত হয়েছেন। মনে হচ্ছে তিনি সিকিউরড ফিল করছেন না।’

১০ দফা আন্দোলন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মন্ত্রীদের বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি ময়ূর সিংহাসনে বসতে অভ্যস্ত নয়। তারা জনগণের কাতারে থেকে জনগণের চেয়ারে বসতে অভ্যস্ত এবং সেটা জনগণকে সঙ্গে নিয়ে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর