বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ | ১২ বৈশাখ, ১৪৩১ | ১৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

‘প্রধানমন্ত্রীর নেক আমলই বাংলাদেশকে মোখা থেকে রক্ষা করেছে’


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৪ মে, ২০২৩ ৭:৩৮ : অপরাহ্ণ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
Rajnitisangbad Facebook Page

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেক আমলের জন্য বাংলাদেশ ঘূর্ণিঝড় ‘মোখা’ থেকে রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

তিনি বলেন, যে দেশের সরকার প্রধান পরহেজগার, সে দেশে আল্লাহর একটা রহমত থাকে।

আজ রোববার বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেক আমল ও পরহেজগারীতার কারণে মোখা বাংলাদেশে প্রভাব ফেলতে পারেনি। তবে সেইন্টমার্টিনে ঘণ্টায় সর্বোচ্চ ১৪৭ কি.মি. বেগে বাতাস বয়ে গেছে।’

এদিকে, ঘূর্ণিঝড় মোখা ধীরে ধীরে দুর্বল হতে থাকায় বাংলাদেশ শঙ্কামুক্ত বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান।

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূলে আঘাত করার পর দুর্বল হয়ে পড়ে। আজ রোববার বিকেল ৩টার দিকে বাংলাদেশ উপকূল অতিক্রম করে গতিপথ বদলে মিয়ানমারের দিকে চলে যায় ঘূর্ণিঝড়টি।

এর আগে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে সেন্টমার্টিন ও টেকনাফ উপকূলীয় কয়েকটি এলাকা। এসব এলাকার ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুতের খুঁটিসহ বিভিন্ন অবকাঠামো ভেঙে পড়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, প্রাথমিকভাবে ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে টেকনাফের দ্বীপ সেন্টমার্টিনেই ক্ষতি হয়েছে এক হাজার ২০০ ঘরবাড়ি।

আরও পড়ুন: উপকূলে আঘাতের পর ‘দুর্বল’ হয়ে পড়েছে মোখা

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর