শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ | ১৫ চৈত্র, ১৪৩০ | ১৮ রমজান, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

নিখোঁজের ৩ দিন পর বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৪ মে, ২০২৩ ৮:০৯ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

নিখোঁজ হওয়ার তিনদিন পর ভারত থেকে লাশ হয়ে ফিরলো মনির হোসেন (৪৩) নামে এক রাজমিস্ত্রি।

আজ বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থল বন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শেষে তার কফিন বন্দি লাশ হস্তান্তর করা হয়।

নিহত মনির হোসেনের বাড়ি শ্রীবরদি উপজেলার রাণী শিমুল ইউনিয়নের খাড়ামোরা গ্রামে। সে ওই গ্রামের মৃত মনসুর আলীর পুত্র।

নিহতের পারিবারিক সূত্র জানায়, মনির হোসেন গত ১ মে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের লোকজন খোঁজাখুজির একপর্যায়ে শ্রীবরদী থানায় একটি জিডি করেন। পরে জানতে পারেন সে ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট গারোহিল জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে সীমানা পিলার ১১১৬ নম্বও এলাকায় তার লাশ হস্তান্তর নিয়ে বিজিবি বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মনির হোসেন গত পহেলা মে সোমবার রাত ১২ টার দিকে ভারত-বাংলাদেশ সীমানা অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করে। এসময় ভারতীয় নাগরিকরা তাকে আটক করে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে রাখে।

খবর পেয়ে ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট গারোহিল জেলার বারাঙ্গাপাড়া থানা পুলিশ তাকে উদ্ধার করে ওয়েস্ট গারো হিল হাসপাতালে ভর্তি করে। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

পতাকা বৈঠক শেষে ভারতীয় পুলিশ মনিরের কফিন বন্দি লাশ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। পরে নালিতাবাড়ী ও শ্রীবরদি থানা পুলিশ নিহতের ছোট ভাই মিজানুর রহমান ও ছেলে মাজিদুল ইসলামের নিকট বুঝিয়ে দেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর