বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ | ১১ বৈশাখ, ১৪৩১ | ১৪ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

বিএনপিকে চিঠি দেওয়ার সঙ্গে সরকারের সম্পর্ক নেই: সিইসি


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৮ মার্চ, ২০২৩ ১:১৫ : অপরাহ্ণ
আজ আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

বিএনপিকে দেওয়া চিঠির সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, ‘অনেকে বলছেন, এটি সরকারের কূটকৌশল, যা ঠিক নয়। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, এটি নির্বাচন কমিশনের কূটকৌশল হতে পারে, সরকারের নয়।’

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।

বিএনপিকে সংলাপের আমন্ত্রণ জানানো হয়নি মন্তব্য করে সিইসি বলেন, ‘আমরা একটি অনানুষ্ঠানিক পত্র দিয়ে বিএনপি মহাসচিবকে আমন্ত্রণ জানিয়েছিলাম; আনুষ্ঠানিক নয়, অনানুষ্ঠানিক আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন-এভাবে একটি চিঠি দিয়েছিলাম।’

আরও পড়ুন: নির্বাচন কমিশনের চিঠির জবাবে যা বললো বিএনপি

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা গণমাধ্যমে দেখলাম অনেকে লিখেছেন, বিএনপিকে চিঠি দেওয়া সরকারের কূটকৌশল। তবে আমি বলছি, বিএনপিকে চিঠি দেওয়ার পেছনে সরকারের কোনও কূটকৌশল নেই। বরং এটা ইসির কূটকৌশল হতে পারে। এখানে সরকারের কোনও রকম সংশ্লিষ্টতা নেই। সরকারের আজ্ঞাবহ কোনো কাজ নির্বাচন কমিশন করে না। ’

আরও পড়ুন: আবারো সংলাপে বসতে বিএনপিকে নির্বাচন কমিশনের চিঠি

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘বিএনপির মতো একটি দলকে নির্বাচনে আনতে পারলে ভালো হয়, সেজন্যই ডেকেছি অনানুষ্ঠানিকভাবে ডেকেছি। কোনো আন্তর্জাতিক গোষ্ঠীর চাপে বিএনপিকে ডাকা হয়নি। সব নির্বাচন কমিশনার বসেই সিদ্ধান্ত নিয়ে বিএনপিকে চিঠি দেওয়া হয়েছে।’

এ সময় অন্যান্য নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর