শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ | ৭ বৈশাখ, ১৪৩১ | ১০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

ওবায়দুল কাদেরের সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২২ মার্চ, ২০২৩ ৬:১১ : অপরাহ্ণ
ওবায়দুল কাদের ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। তারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন।

আজ বুধবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে।

টুইটে তিনটি ছবি পোস্ট করে বলা হয়েছে, রাষ্ট্রদূত হাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রদূত বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং বাণিজ্য থেকে শুরু করে জনগণের সাথে জনগণের সম্পর্ক, নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।

সাক্ষাতে ওবায়দুল কাদের আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সম্ভব নয় বলে মার্কিন রাষ্ট্রদূতকে জানিয়েছেন।

আওয়ামী লীগের প্রতিনিধি দলে ওবায়দুল কাদের ছাড়াও দলটির প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এ আরাফাতও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর