শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

প্রধানমন্ত্রীর ভাইরাল হওয়া ছবিটি নিয়ে যা জানা গেলো


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২০ জানুয়ারি, ২০২৩ ২:৩৬ : অপরাহ্ণ
একটি সরিষার তেলের বোতল হাতে হাসিমুখে দাঁড়ানো প্রধানমন্ত্রীর এই ছবিটি ভাইরাল হয়েছে।
Rajnitisangbad Facebook Page

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি বেশ ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা গেছে, প্রধানমন্ত্রী একটি সরিষার তেলের বোতল হাতে হাসিমুখে দাঁড়িয়ে আছেন।

সরকারের মন্ত্রী, সংসদ সদস্যসহ আওয়ামী লীগের বহু নেতাকর্মী ছবিটি শেয়ার করেছেন। এটি ঘিরে সাধারণ মানুষেরও আগ্রহেরও কমতি নেই।

আওয়ামী লীগ নেতাকর্মীরা এই ছবি শেয়ার দিয়ে লিখছেন-‘বিজ্ঞাপন নয় বাস্তব’।

ছবিটি শেয়ার করে গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার ফেসবুক পোস্টে লেখেন, ‘বিজ্ঞাপন নয় বাস্তব। জাতির পিতার সুযোগ্য কন্যা, কৃষকরত্ন, জননেত্রী শেখ হাসিনা, যার নেতৃত্বে সারা বাংলাদেশে কৃষি বিপ্লব ঘটে যাচ্ছে। তিনি গণভবনের প্রতি ইঞ্চি জমির সঠিক ব্যবহার করে নানান ধরনের ফল, ফসল, শাক-সবজি, তরি-তরকারি, তেল, মধু, মশলাসহ অনেক কিছুই উৎপাদন করেন।’

পোস্টের শেষে তিনি যোগ করেন-‘জননেত্রী শেখ হাসিনা, আমাদের অনুপ্রেরণা।’

ছবিটির বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গুলশাহানা ঊর্মি বলেন, ‘প্রধানমন্ত্রীর ওই ছবিটি একটি টেলিভিশন চ্যানেলের জন্য তৈরি বিশেষ একটি অনুষ্ঠান রেকর্ডিং করার সময় তোলা। যেহেতু অনুষ্ঠানটি এখনও প্রচারিত হয়নি, তাই সেটির নাম বলা যাচ্ছে না।’

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বড়শিতে ধরা পড়লো বড় চিতল মাছ

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর