বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা ধর্ম

টাখনুর ওপরে প্যান্ট গুটিয়ে নামাজ পড়লে কি হবে?


ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২০ জানুয়ারি, ২০২৩ ৩:৩৪ : অপরাহ্ণ

যারা অফিসে কাজ করেন বা কোথাও ঘুরতে যান তারা সাধারণত প্যান্ট পড়ে থাকেন। এমতাবস্থায় সবাই টাখনুর ওপরে প্যান্ট গুটিয়েই নামাজ আদায় করে নেন। কিন্তু এভাবে কি নামাজ হবে?

প্যান্ট গুটিয়ে রাখার বিধানটা শুধু নামাজের জন্য নয়। টাখনুর ওপরে প্যান্ট পরা এটি সব সময়ের বিধান।

রাসূল (সা.) বলেছেন, ‘সালাতের মধ্যে যদি কেউ কাপড় গুটান, তাহলে এই কাজ তার জন্য মাকরুহ (যে কাজ করা জায়েজ কিন্তু না করা উত্তম)।’

অর্থাৎ, সালাতের মধ্যে কাপড় গুটাতে নিরুৎসাহিত করা হয়েছে। কিন্তু সালাতের আগে অথবা পরে যদি কেউ কাপড় গুটান, তাহলে এটা মাকরুহ হবে না।

যদি কেউ ইচ্ছাকৃতভাবে কাপড় টাখনুর নিচে পরেন, তাহলে সেটা অহংকার। এটা হারাম, এর জন্য সে জাহান্নামী হবে।

এ বিষয়ে রাসুল (সা.)-এর স্পষ্ট হাদিস রয়েছে।

আর যদি কেউ টাখনুর ওপরে পরে, কিন্তু কোনো কারণে নিচে নেমে যায়, তহালে সেটা অহংকার নয়, এর জন্য তিনি গুনাহগার হবেন না।

তবে চার মাজহাবের প্রধান চার ইমাম বলেছেন, অহংকার ছাড়া টাখনুর নিচে প্যন্ট বা পায়জামা পড়লে কোনো হারাম হবে না।

ইমাম আবু হানিফা (রহ.) এর মতে, গর্ব বা অহংকার না করে কেউ যদি টাখনুর নিচে কাপড় পরিধান করে, তাহলে সেটা হারাম হবে না। (কিতাব: আল-হিদায়া, ৫/৩৩৩)

(সংগৃহীত ও সম্পাদিত)

আরও পড়ুন: 

যে কুকুরের কথা কোরআনে চার বার এসেছে

মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করা যাবে কি?

অজু ছাড়া কি কোরআন স্পর্শ করা যাবে?

আজান দেওয়ার সময় মুয়াজ্জিন কানে হাত দেয় কেন? 

মহানবী (সা.) কখনো আজান দেননি কেন?

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর