মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪ | ৩ বৈশাখ, ১৪৩১ | ৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আইন-আদালত

মুক্তি পেলেন মুফতি কাজী ইব্রাহীম


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৯ জানুয়ারি, ২০২৩ ৭:০২ : অপরাহ্ণ
কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তাকে ফুল দিয়ে বরণ করে নেন তার ছাত্ররা। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় ১ বছর প্রায় ৪ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন আলোচিত ইসলামি বক্তা মাওলানা মুফতি কাজী ইব্রাহীম।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এ সময় তার ছাত্ররা কারাগারের সামনে তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

২০২১ সালের ২৭ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে ডিবি পুলিশের একটি টিম মুফতি কাজী ইব্রাহীমের রাজধানীর মোহাম্মদপুর কলেজ রোডের বাসা ঘেরাও করলে তিনি ফেসবুক লাইভে এসে হিন্দুস্থানের দালাল ও র-এর এজেন্ট বাড়ি ঘিরে ফেলেছেন মর্মে প্রচার করেন।

এরপর তাকে আটক করে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

পরে তার বিরুদ্ধে ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে নানা বক্তব্য দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করে ডিবি।

এই মামলায় তাকে দুদিনের রিমান্ডে নেওয়া হয়।

গত ১৬ জানুয়ারি ঢাকার সাইবার ট্রাইব্যুনাল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায়ে বক্তা মুফতি কাজী ইব্রাহীমকে ১ বছর ৩ মাসের কারাদণ্ড দেন।

গ্রেপ্তার হওয়ার পর থেকে রায় ঘোষণার তারিখ পর্যন্ত মুফতি ইব্রাহীম ১ বছর ৩ মাস ১৯ তিন কারাগারে আটক ছিলেন। সে হিসেবে তার আদালত প্রদত্ত সাজার মেয়াদ শেষ হয়ে গেছে। তাই তিনি মুক্তি পেয়েছেন।

আরও পড়ুন: ডিজিটাল আইনে মামলা হচ্ছে মুফতি কাজী ইব্রাহীমের বিরুদ্ধে

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর