বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ | ১২ বৈশাখ, ১৪৩১ | ১৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

র‌্যাব কিছু ‘উল্টাপাল্টা’ কাজ করেছে, অস্বীকারের সুযোগ নেই বললেন পররাষ্ট্রমন্ত্রী


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৮ জানুয়ারি, ২০২৩ ১২:১৭ : অপরাহ্ণ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
Rajnitisangbad Facebook Page

র‌্যাব আগে কিছু ‘উল্টাপাল্টা’ কাজ করেছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘এ বাস্তবতা অস্বীকার করা যাবে না। সরকার এসব অস্বীকার করে না। তবে বর্তমানে র‌্যাবের জবাবদিহি নিশ্চিতের ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে, এটাও মানতে হবে।’

যুক্তরাষ্ট্র্রের পররাষ্ট্র্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর সফরে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা প্রসঙ্গে গতকাল মঙ্গলবার তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আরও পড়ুন: র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সময় জানাননি ডোনাল্ড লু: মার্কিন দূতাবাস

আব্দুল মোমেন বলেন, ‘প্রথম দিকে র‌্যাব অনেক লোকজনকে খামোখা কী করে ফেলেছে, কিন্তু বিষয়গুলো পরিবর্তন হয়েছে। র‌্যাব জবাবদিহির ক্ষেত্রে অনেক উন্নতি করেছে। বিএনপির শাসনকালে ২০০৪ সালে র‌্যাব গঠনের শুরুর দিকে এ ধরনের অভিযোগ বেশি ছিল।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডোনাল্ড লু এসেছিলেন দুই দেশের সম্পর্ক আরও উন্নতি করার লক্ষ্যে। আমরাও বলেছি, আমাদের কিছু দুর্বলতা আছে। তিনিও স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রে তাদের অনেক দুর্বলতা আছে, সুতরাং আমরা একই রকম অবস্থানে। ডোনাল্ড লুর সঙ্গে খুব ভালো, ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে।’

উল্লেখ্য, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ২০২১ সালের ডিসেম্বরে র‌্যাবসহ এই বাহিনীর সাবেক ও বর্তমান মিলিয়ে সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর