বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ | ১৪ চৈত্র, ১৪৩০ | ১৭ রমজান, ১৪৪৫

মূলপাতা অন্যান্য দল

ডিসেম্বর পর্যন্ত দেশের বাইরে থাকতে প্রস্তাব দেওয়া হয়: নুর


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১২ জানুয়ারি, ২০২৩ ৭:২৭ : অপরাহ্ণ
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর কাতার-দুবাই-সৌদি আরব সফর শেষে দেশে ফিরে বলেছেন, ‘আমাকে অফার করা হয়েছিল, যেন ডিসেম্বর পর্যন্ত দেশের বাইরে থাকি। তাতে রাজি না হওয়ায় ষড়যন্ত্র করেছিল যেন দেশে আসতে না পারি।’

আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় গণঅধিকার পরিষদের পল্টন কালভার্ট রোডের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেছেন।

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে ছবি প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, ‘আমাকে নিয়ে সরকার প্রোপাগান্ডা চালিয়েছে। সরকার গণমাধ্যমকে ব্যবহার করে এ কাজ করেছে। বিদেশ থেকেও আমি স্পষ্ট করেছি, এ ধরনের কোনো মিটিংয়ে আমি যাইনি, যেতেও চাই না।’

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘সরকার আমাদের ইসলামবিদ্বেষী হিসেবে প্রচার করতে চায়। সরকারে প্রোপাগান্ডা দল সিআরআই এ ধরনের কাজ করতে পারে বলে আমাদের ধারণা। সরকার ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনেছে। যার মাধ্যমে মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষার আইন লঙ্ঘন করেছে।’

নুর বলেন, ‘আমেরিকা, সিঙ্গাপুর, কানাডা, মালয়েশিয়া দুর্নীতিবাজদের সেকেন্ড হোম বলে আমরা জানি। আপনারা জেনে অবাক হবেন যে, দুবাই এখন দুর্নীতিবাজদের স্বর্গভূমি। দুবাইয়ে দেশের প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সদ্য বিদায় হওয়া আমলারা টাকা পাচার করেছেন। আমার কাছে ১৭ জনের তথ্য আছে। গণমাধ্যম যদি সেই সব তথ্য প্রচার করতে পারে তাহলে আমি এসব তথ্য দিতে আগ্রহী। সরকার তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না।’

ফোনে আড়িপেতে নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা হরণ, আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানি, মিথ্যা মামলায় গ্রেপ্তার রাজবন্দিদের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আগামীকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, ফারুক হাসান, আবু হানিফ, সাদ্দাম হোসেন, মালেক ফরাজী, যুগ্ম সদস্যসচিব মশিউর রহমান, তারেক রহমান, ফাতেমা তাসনিম, সদস্য শহিদুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, পেশাজীবী অধিকার পরিষদের সদস্য-সচিব নিজাম উদ্দিন প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর