বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ | ১১ বৈশাখ, ১৪৩১ | ১৪ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

নয়াপল্টনে বিএনপির গণঅবস্থান, নেতাকর্মীদের ঢল


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১১ জানুয়ারি, ২০২৩ ১১:৪১ : পূর্বাহ্ণ
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থানে নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারসহ ১০ দফা দাবিতে বিএনপির গণঅবস্থান কর্মসূচি শুরু হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে গণঅবস্থান শুরু হয়। এতে যোগ দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতাসহ হাজার হাজার নেতাকর্মী।

বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই নয়াপল্টন সড়কের ওপর অবস্থান করছেন।

ঢাকা বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে প্রবেশ করছেন।

স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়াপল্টনে। কেন্দ্রীয় নেতারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। বিভিন্ন পয়েন্টে বাজানো হচ্ছে দলীয় সংগীত।

বিএনপির এই গণঅবস্থানে প্রধান অতিথি হিসেবে অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

কর্মসূচি চলবে বিকেল তিনটা পর্যন্ত। সমাপনী বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলনের ৩য় ধাপের কর্মসূচি ঘোষণা করবেন।

সাত–দলীয় জোট গণতন্ত্র মঞ্চ, ১২–দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটও আলাদাভাবে এই কর্মসূচি একযোগে পালন করছে।

গণঅবস্থান কর্মসূচি ঘিরে রাজধানীতে অবস্থানে রয়েছে পুলিশ। কাকরাইল ও ফকিরাপুল মোড়ে জলকামান নিয়ে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। এর বাইরেও বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে আছেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর