শুক্রবার, ৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

গণঅবস্থান কর্মসূচি আজ

নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১১ জানুয়ারি, ২০২৩ ১০:০৭ : পূর্বাহ্ণ
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

১০ দফা দাবিতে বিএনপির যুগপৎ আন্দোলনের গণঅবস্থান কর্মসূচি আজ। ঢাকাসহ দশটি বিভাগীয় শহরে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত
বিএনপি এবং সমমনা ৫৩ রাজনৈতিক দল ও সংগঠন এই কর্মসূচি পালন করবে।

সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারসহ নানা দাবিতে যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি হিসেবে দেশব্যাপী আজ এই গণঅবস্থান পালন করবে বিএনপি ও তাদের মিত্র দলগুলো।

কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকার গণঅবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে অংশ নিতে ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জমায়েত হচ্ছেন দলটির নেতাকর্মীরা।

ফকিরাপুল মোড় থেকে কাকরাইলের নাইটেঙ্গেল মোড় পর্যন্ত রাস্তার একপাশের পুরোটায় প্লাস্টিকের চাটাই বিছানো হয়েছে।

এ দিকে সকাল থেকেই কাকরাইল মোড়সহ আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও গণঅবস্থান কর্মসূচির সমন্বয়ক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করবো। উপস্থিতি হবে অনেক।’

ঢাকা বিভাগীয় কর্মসূচি হিসেবে বিএনপির নয়াপল্টনে গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ড. খন্দকার মোশাররফ হোসেন।

গণঅবস্থান কর্মসূচি থেকে বিদ্যুতের দাম কমানোর দাবিতে ১৬ জানুয়ারি এবং একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল গঠনের দিন ২৫ জানুয়ারি কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর