শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ | ৭ বৈশাখ, ১৪৩১ | ১০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

নির্বাচন নিয়ে বিদেশিদের কথায় কিছু যায় আসে না: পররাষ্ট্রমন্ত্রী


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২ জানুয়ারি, ২০২৩ ১০:০৪ : অপরাহ্ণ
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন
Rajnitisangbad Facebook Page

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশিদের কথায় কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

তিনি বলেন, ‘তারা (বিদেশিরা) কী বলছে তাতে আমাদের কিছু যায় আসে না। দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। সবার অংশগ্রহণে আসন্ন নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ এবং স্বচ্ছভাবে আয়োজনে নির্বাচন কশিনকে সহায়তায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’

আজ সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

সুষ্ঠু ও অবাধ নির্বাচনের বিষয়ে বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা আমাদের মাথাব্যথা নয়, আপনাদের (সাংবাদিক) মাথাব্যথা। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের বিষয়ে বিদেশিদের আশ্বস্ত করার কোনো দরকার নেই। আমরা আমাদের যে কাজ সেটা করে যেতে চাই।’

আবদুল মোমেন সাংবাদিকদের জানান, দেশে-বিদেশে ‘সরকার বিরোধী অপপ্রচার’ মোকাবেলা এবং সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে স্বরাষ্ট্র ও আইনবিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি সমন্বয় কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে।

গতকাল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে তিনি জানান।

বাংলাদেশ মিশনগুলোর প্রধানদের নির্দেশনা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেউ যদি মিথ্যা ও বানোয়াট তথ্য দেয়। তাহলে আপনারা (রাষ্ট্রদূতরা) চুপ করে ঢাকার দিকে তাকিয়ে থাকবেন না। মন্ত্রণালয় আপনাকে নির্দেশনা দিল, তখন আপনারা এর উত্তর দেবেন। এর জন্য বসে থাকলে চলবে না। আপনি (রাষ্ট্রদূত) একজন দায়িত্বশীল মানুষ। সরকার আপনাকে সর্বচ্চো কাজ দিয়েছে। আপনি দেশকে প্রতিনিধিত্ব করেন। কেউ অপপ্রচার চালারে আপনি তাৎক্ষণিক উত্তর দেবেন। মন্ত্রণালয়ের নির্দেশনার জন্য অপেক্ষার যে পুরাতন অনুশীলন রয়েছে, তা ভুলে যান।’

রাষ্ট্রদূতরা এর উত্তরে কী জানিয়েছেন-জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা রাষ্ট্রদূতদের উপদেশ দিয়েছি। বিভিন্নজন বিভিন্নভাবে উত্তর দিয়েছেন।’

নির্বাচনকে সামনে রেখে অপপ্রচার রোধে ‘সমন্বয় কমিটি’ গঠন করা হলো কিনা জানতে চাইলে আবদুল মোমেন বলেন, ‘নির্বাচনের বহুদিন বাকি। দুনিয়ার অন্যান্য দেশে নির্বাচনের আমেজ শুরু হয় ২ মাস আগে। বাংলাদেশে কি ঢং, একবছর আগেই হৈচৈ শুরু হয়ে যায়। আমরা নির্বাচন নিয়ে এতো চিন্তিত নই। নির্বাচন নিয়ম অনুযায়ী হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বচ্ছ নির্বাচনের জন্য ছবি যুক্ত ভোটার তালিকা, স্বাধীন নির্বাচন কমিশন করেছেন। নির্বাচন সময়মত হবে, সুষ্ঠু হবে। সরকার অবাধ, স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। নির্বাচনে সব দলই আসলে ভাল। যারা নির্বাচনে অংশ নেবে না, তারা নেবে না। আমরা জনগণের ওপর বিশ্বাসী। জনগণ যাকে চাইবে, তাকে ভোট দেবে। আওয়ামী লীগের স্লোগান রয়েছে ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’, আমরা এতে বিশ্বাস করি। জনগণ না চাইলে আওয়ামী লীগ জোর করে রাজত্ব চাইবে না।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর