শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ | ৭ বৈশাখ, ১৪৩১ | ১০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

নয়াপল্টনের বিকল্প আরামবাগে সমাবেশ করতে চায় বিএনপি


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৫ ডিসেম্বর, ২০২২ ১:৪৪ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

রাজধানীতে নয়াপল্টনের বিকল্প ভেন্যু হিসেবে আরামবাগে বিভাগীয় গণসমাবেশ করতে চায় বিএনপি।

১০ ডিসেম্বর ঢাকার নয়াপল্টনে গণসমাবেশ করতে চেয়েছিল বিএনপি। তবে ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি) বিএনপিকে নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেয়নি।

গণসমাবেশ অনুষ্ঠিত হওয়ার ১১ দিন আগেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয় ডিএমপি। কিন্তু বিএনপি এতোদিন নয়াপল্টনেই সমাবেশ করতে অনড় ছিল।

কিন্তু গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ নয়াপল্টন থেকে পিছু হটে বিকল্প ভেন্যুতে সমাবেশ করার বার্তা দিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, যে কোনো মূল্যে ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ করতে চায় দলটি। নয়াপল্টনে অনুমতি না থাকায় আরামবাগ সিএনজি পাম্পের সামনের সড়কে সমাবেশ করতে চায় দলটি। গত রোববার বিকেলে এবং আজ মৌখিকভাবে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর