বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ | ১২ বৈশাখ, ১৪৩১ | ১৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

ব্যাংকের টাকা লুটপাট: অর্থমন্ত্রীর পদত্যাগ চাইলেন ফখরুল


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩ ডিসেম্বর, ২০২২ ১০:২১ : পূর্বাহ্ণ
শুক্রবার রাতে জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলেকে সাক্ষাৎকার দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Rajnitisangbad Facebook Page

ব্যাংকিং সেক্টরে চরম লুটপাটের পরও লিখিত তথ্য চাওয়ায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার রাতে জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, দেশের ব্যাংকিং সেক্টরে কি হচ্ছে অর্থমন্ত্রী তা নিজেই জানেন। অথচ তিনি লিখিত তথ্য চেয়েছেন। যদিও বাংলাদেশ ব্যাংকের অডিট রিপোর্ট প্রমাণ করে দিয়েছে একটি কোম্পানিকে অবৈধভাবে ৩০ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। এর মানে হচ্ছে, তিনি এ দুর্নীতি লুকানোর চেষ্টা করছেন। আমরা তার পদত্যাগের দাবি জানাই।

বিএনপি মহাসচিব বলেন, সরকারের মন্ত্রী-এমপিরা দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। তা না হলে কেন তিনি বলবেন- আপনারা আমাকে লিখিত জানান। যদিও অর্থ মন্ত্রণালয়ের সবাই জানে, কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান গভর্নর অর্থমন্ত্রীর খুব ঘনিষ্ঠজন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর