বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ | ১১ বৈশাখ, ১৪৩১ | ১৪ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে না: পিটার হাস


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৯ সেপ্টেম্বর, ২০২২ ১২:৪৭ : অপরাহ্ণ
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস
Rajnitisangbad Facebook Page

র‌্যাবের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাস।

তিনি বলেন, ‘র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। শিগগিরই প্রত্যাহার হবে না এই নিষেধাজ্ঞা। তবে বাহিনীতে সংস্কার আনলে নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনা করা হতে পারে।’

আজ বৃহস্পতিবার রাজধানীর গুশলানে সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজ-সিজিএস আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয়াটা কোনো শাস্তি নয়। এই বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করতেই এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।’

পিটার হাস বলেন, ‘বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে। আমরা আশা করছি, র‌্যাবের আচরণ পরিবর্তন হবে।’

অপর এক প্রশ্নের উত্তরে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘ইন্দো প্যাসিফিক কৌশল- আইপিএসে বাংলাদেশের যোগ দেওয়া না দেওয়াটা কোনো বিষয় নয়। কেননা এটা একটি নীতি। এটা বাংলাদেশ কিভাবে নেয়, সেটাই দেখার বিষয়।’

এক প্রশ্নের উত্তরে পিটার হাস বলেন, ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ- বিআরআইয়ে যোগ দেওয়াটা বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত। বাংলাদেশ কোন জোটে যোগ দেবে, সেটা তাদের বিষয়।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর