শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ | ৭ বৈশাখ, ১৪৩১ | ১০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয় পার্টি

আওয়ামী লীগ জোট ছাড়ার ঘোষণা দিলেন জি এম কাদের


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৬ সেপ্টেম্বর, ২০২২ ২:০৪ : অপরাহ্ণ
আজ দুপুরে মহানগর নাট্যমঞ্চে জাতীয় হিন্দু সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে তাকে ছাড় দেওয়া হবে না।

আজ শুক্রবার দুপুরে মহানগর নাট্যমঞ্চে জাতীয় হিন্দু সম্মেলনে তিনি এমন ঘোষণা দেন।

জি এম কাদের বলেন, দেশে দরকার জবাবদিহি সরকার। যা অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই সম্ভব।

আগামী জাতীয় নির্বাচনে ইভিএমের বিরোধিতা করে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ইভিএমের মাধ্যমে হবে পাতানো নির্বাচন।

এর আগে জাতীয় পার্টি মহাজোটে থাকছে কিনা কিংবা জোটের গতিপ্রকৃতি কী হবে তা সময়ই বলে দিবে বলে জানিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

ভারত সফর নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এ বার্তার পর দুই দিন যেতে যা যেতেই আওয়ামী লীগের সঙ্গ ছাড়ার ঘোষণা দিলেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

আরও পড়ুন: বিএনপির সঙ্গে সরকারবিরোধী আন্দোলনে থাকার ঘোষণা জামায়াতের

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর