মঙ্গলবার, ৭ মে, ২০২৪ | ২৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

প্রধানমন্ত্রীর ভারত সফর থেকে বাদ পড়লেন পররাষ্ট্রমন্ত্রী!


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৫ সেপ্টেম্বর, ২০২২ ১১:৩১ : পূর্বাহ্ণ
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন
Rajnitisangbad Facebook Page

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরসঙ্গীদের নিয়ে আজ সোমবার সকালে চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন। কিন্তু এ সফর থেকে ‘বাদ পড়েছেন’ পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

সরকারের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘বেশ কিছুদিন ধরে নানা ধরনের মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সমালোচনার জন্ম দিয়েছেন। আর সম্প্রতি শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখা নিয়ে বিতর্ক আরও খারাপের দিকে গেছে। তাই তাকে এ সফর থেকে বাদ দেওয়া হয়েছে।’

তবে এ তথ্য মানতে নারাজ পররাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠজনেরা। তাদের মতে-আবদুল মোমেন শারীরিক অসুস্থতার ফলে সফরে যাননি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, নিয়ম অনুযায়ী দেশের সরকার প্রধান যখন কোনো রাষ্ট্রীয় সফরে যান, পররাষ্ট্রমন্ত্রী অবশ্যই তার সফরসঙ্গী হন।

সম্প্রতি চট্টগ্রামে এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকার বিষয়ে ভারতকে জড়িয়ে মন্তব্য করে দলের ভেতরে ও বাইরে তোপের মুখে পড়েন পররাষ্ট্রমন্ত্রী। দলের সিনিয়র নেতারাও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেন। এমনকি তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেয়ার ব্যাপারেও কথা ওঠে।

এদিকে, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের আগে প্রতিবেশী মিত্রদেশে শীর্ষ পর্যায়ের সফরটি দ্বিপক্ষীয় সার্বিক সহযোগিতার পাশাপাশি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে দুই দেশ।

এমন গুরুত্বপূর্ণ সফরের আগে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দুই দেশের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি হিসেবে দেখছেন সরকারের নীতিনির্ধারকরা।

এ অবস্থায় প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে পররাষ্ট্রমন্ত্রীকে সফরসঙ্গী করার বিষয়ে দোটানায় পড়ে সরকার।

ফলে প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে পররাষ্ট্রমন্ত্রীর যাওয়া না যাওয়া নিয়ে ধোয়াশা তৈরি হয়।

শেষ পর্যন্ত আবদুল মোমেন প্রধানমন্ত্রীর ভারত সফর থেকে বাদ পড়েন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর