শুক্রবার, ৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

মিয়ানমার থেকে মর্টারশেল নিক্ষেপের কড়া প্রতিবাদ ঢাকার


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৯ আগস্ট, ২০২২ ৭:৩৩ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বাংলাদেশ সীমান্তে মিয়ানমার থেকে মর্টারশেল নিক্ষেপের ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা।

আজ সোমবার ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এই প্রতিবাদ জানানো হয়।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের ব‌লেন, মিয়ানমারের রাষ্ট্রদূত‌কে আজ আমরা ডে‌কে‌ছি। তা‌কে একটা মৌখিক নোটের মাধ্যমে কড়া প্রতিবাদ জানা‌নো হ‌য়ে‌ছে। যেন এ ধর‌নের ঘটনা আর না ঘটে। যে ঘটনা ঘ‌টে‌ছে, সেটার ব্যাপারেও আমরা নিন্দা প্রকাশ ক‌রে‌ছি।

গতকাল রোববার বিকেল তিনটার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু উত্তর মসজিদের কাছে ওই মর্টারশেলগুলো এসে পড়ে। সেগুলো বিস্ফোরিত হয়নি এবং এতে কেউ হতাহতও হয়নি। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সদস্যরা মর্টারশেল দুটি ঘিরে রেখেছেন। নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে।

বিজিবির একটি সূত্র জানায়, সীমান্তে কঠোর নজরদারি করা হচ্ছে। বিজিবি সদস্যরা যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর