শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ | ৬ বৈশাখ, ১৪৩১ | ৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

রাঙ্গামাটিতে জেএসএস-ইউপিডিএফ গোলাগুলি, বহু হতাহতের শঙ্কা


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৪ আগস্ট, ২০২২ ১:১২ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

রাঙ্গামাটিতে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও প্রসীত খিসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার ছোট কাট্টলী নামের এলাকায় দুপক্ষের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।

এলাকাটি দুর্গম হওয়ার কারণে বুধবার সকাল পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।

তবে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের সংগঠক অঙ্গ মারমা দাবি করেছেন শ্যামল চাকমা (৪৫) নামের তাদের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনার জন্য তিনি সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করছেন।

লংগদু ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মেম্বার সাধন কুমার চাকমা সকালে জানান, রাতে গোলাগুলির শব্দ পেয়েছি। সকালে সেনাবাহিনীর একটি টহলদলের সঙ্গে আমি ঘটনাস্থলে যাচ্ছি। ওখানে নেটওয়ার্ক পাওয়া যায় না শুনেছি। ফিরে আসার পর বিস্তারিত জানাতে পারবো।

তবে লংগদু থানার তদন্ত ওসি মো. সানজিদ আহম্মেদ জানান, গোলাগুলির খবর রাতে শুনেছি। ঘটনাস্থলে এতোই দুর্গমে রাতে আমাদের পক্ষে যাওয়া সম্ভব ছিল না। ইতোমধ্যে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে যাচ্ছে। তারা ফিরে আসলে বিস্তারিত জানানো যাবে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর