শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা রাজধানী

চকবাজার অগ্নিকাণ্ড: ৬ জনের মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৫ আগস্ট, ২০২২ ৪:৩৯ : অপরাহ্ণ
চকবাজারের পোড়া ভবন থেকে উদ্ধার হলো ৬ লাশ। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

রাজধানীর চকবাজারের কামালবাগের দেবিদ্বার ঘাটের পলিথিন কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসার পর একে একে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, আমরা দুতলায় ৬ জনের মরদেহ পেয়েছি। আরও মরদেহ পাওয়া যেতে পারে।

মৃত ছয়জনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন-মো. শরিফ (১৫), মো. বিল্লাল (৩৫), মো. স্বপন (২২), মো. ওসমান (২৫)।

এর আগে আজ সোমবার দুপুর সাড়ে ১২ দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগা ভবনের নিচে থাকা বরিশাল হোটেলের সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তারা জানান, সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন শুরুতে বিদ্যুতের ট্রান্সফরমারে যায়। সেখানে আবার বিস্ফোরণের পর প্লাস্টিকের কারখানায় আগুন লাগে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর