শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

অস্ত্র হাতে আরেক যুবলীগ নেতার ছবি ভাইরাল


প্রতিনিধি, নোয়াখালী প্রকাশের সময় :৫ আগস্ট, ২০২২ ৯:৫৭ : অপরাহ্ণ
অস্ত্র হাতে নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইলের অস্ত্র হাতে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুবলীগ নেতার এই ছবি নিয়ে চলছে নানা সমালোচনা।

প্রশ্ন উঠেছে, অস্ত্র হাতের ওই যুবলীগ নেতার আশ্রয়-প্রশ্রয়দাতা কে?

জানা গেছে, যুবলীগ নেতা মো. ইসমাইল ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্লুকিয়া গ্রামের মোহাম্মদ উল্যাহর ছেলে এবং নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীর অনুসারী।

ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিল কোম্পানী জানান, স্থানীয় লোকজন থেকে শুনেছি, ইসমাইল মানুষকে কথায় কথায় অস্ত্রের ভয় দেখাতো। এখন নাকি তার হাতে অস্ত্রসহ ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। এটা প্রশাসনের খতিয়ে দেখা উচিত।

এ বিষয়ে জানতে চাইলে যুবলীগ নেতা মো. ইসমাইল বলেন, এ বিষয়ে আমার কোনো বক্তব্য নাই। এটা নির্বাচনের সময় আমার পুলিশ কনস্টেবল বন্ধু একটা ছিল, তার অস্ত্র। দুষ্টুমি করে তার হাত থেকে নিয়েছি। আমরা বন্ধু-বান্ধব মানুষ। এখন উদ্দেশ্য হাসিলের জন্য ফেসবুকে দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

সুধারাম মডেল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, আমি এ ধরনের কোন ছবি দেখিনি। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হবে।

উল্লেখ্য, কিছুদিন আগে কুমিল্লার চৌদ্দগ্রামে মনিরুজ্জামান জুয়েল নামে এক যুবলীগ নেতার ভারি অস্ত্র হাতে ছবি ফেসবুকে ভাইরাল হয়েছিল।

গত ১৫ জুলাই রাজধানীর বনানী এলাকায় পুলিশের হাতে ধরা পড়েন তিনি। এরপর আদালত তাকে কারাগারে পাঠায়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর