শনিবার, ৪ মে, ২০২৪ | ২১ বৈশাখ, ১৪৩১ | ২৪ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা খেলা

লজ্জার ব্যাটিংয়ে হেরে গেলো বাংলাদেশ, সিরিজ শ্রীলঙ্কার


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৭ মে, ২০২২ ২:১৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

একের পর এক উইকেট হারিয়ে ১৬৯ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ২৮ রানের লিড পেয়েছিল টাইগাররা।

জয়ের জন্য শ্রীলঙ্কার বোর্ডে দরকার ছিল মাত্র ২৯ রান। কাজটা তাদের জন‌্য মামুলি বলার অপেক্ষা রাখে না। ৩ ওভারেই তা করে ফেলে শ্রীলঙ্কা, কোনো উইকেট না হারিয়ে।

দুই ম্যাচ সিরিজের চট্টগ্রাম টেস্টে ড্র করলেও ঢাকা টেস্টে ১০ উইকেটে লজ্জাজনকভাবে হারলো বাংলাদেশ।

আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশকে লজ্জাজনক পরাজয়ের স্বাদ দিয়ে সিরিজ জয় নিশ্চিত করলো শ্রীলঙ্কা।

হারের শঙ্কা নিয়ে পঞ্চম ও শেষদিন শুরু করে টাইগাররা। সেই শঙ্কায় শেষ পর্যন্ত সত্যি হলো।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৬৯ রানে। আগেরদিন ৪ উইকেটে ৩৪ রান নিয়ে দিন পার করেছিল স্বাগতিকেরা।

ভরসা বলতে ছিলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। প্রথম ইনিংসে দলের বিপর্যয়ের মুখে দুজনের সেঞ্চুরিতে ৩৬৫ রানের সংগ্রহ পায় বাংলাদশে।

কিন্তু পঞ্চমদিনের শুরুতে কাসুন রাজিথার দুর্দান্ত ডেলিভারীতে বোল্ড মুশফিক (২৩)। এরপর সাকিব আল হাসানকে নিয়ে লিটনের লড়াই।

সেই প্রতিরোধ ভাঙলো দিনের দ্বিতীয় সেশনের শুরুতে। দুজনের ১০৩ রানের জুটি ভাঙেন আশিথা ফার্নান্দো।

ফিফটির পর বিদায় নেন লিটন (৫২)। সঙ্গীকে হারিয়ে বেশিক্ষণ আর দাঁড়াতে পারেননি সাকিব (৫৮)। মোসাদ্দেক হোসেনও (৯) ব্যর্থ হয়েছেন ফের।

আশিথা একাই নিয়েছেন ৬ উইকেট। ঢাকা টেস্ট মোট ১০ উইকেট নিলেন তিনি।

মমিনুল বাহিনী ১৬৯ রানে গুটিয়ে গেলে জয়ের জন্য শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় মাত্র ২৯ রান। যা বিনা উইকেটেই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর