বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ | ১২ বৈশাখ, ১৪৩১ | ১৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা রাজধানী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৩০


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৪ মে, ২০২২ ১১:৩৫ : পূর্বাহ্ণ
আজ মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। হামলায় ছাত্রদলের অন্তত ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-ছাত্রদল কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি রাশেদ ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মো ইয়াহিয়া, সাবেক সহসাধারণ সম্পাদক আকতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইজাজুল কবির রুয়েল, সজীব মজুমদার, শরীফুল ইসলাম শরীফ, জহুরুল হক হলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, আহ্বায়ক সদস্য মানসুরা আলম প্রমুখ।

আহত ছাত্রদল নেতা-কর্মীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গত ১৮ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের প্রতিবাদে বেশ কয়েকদিন ধরেই কর্মসূচি পালন করে আসছে ছাত্রদল।

বিএনপি চেয়ারপারসনকে ‘কটুক্তির’ প্রতিবাদ জানিয়ে গত রোববার ছাত্রদল সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বক্তব্য রাখেন। এতে ক্ষুব্ধ হয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। এদিনই সন্ধ্যায় ছাত্রদলের নেতা-কর্মীদের টিএসসিতে হামলা করা হয়। এতে তিনজন আহত হয়।

এ ঘটনার প্রতিবাদে আজ ছাত্রদল কর্মসূচি দেয়ার কথা জানালে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসে মহড়া দেয়।

ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসের মধুর ক্যান্টিনসহ গুরুত্বপূর্ণ স্পটে অবস্থান নেয়। ছাত্রদলের নেতা-কর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে আসলে তাদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব গণমাধ্যমকে বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে শহীদ মিনার এলাকা হয়ে ক্যাম্পাসে ঢুকছিলাম। সেসময় ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের বাধা দেয়। আমরা শান্তিপূর্ণ মিছিল করতে চাইলে তারা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। রড, স্ট্যাম্প, হকিস্টিক ও ছুরি তারা দিয়ে আমাদের ওপর আক্রমণ চালায়। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়ার মাথা ফেটে যায়। এছাড়া কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার ১২ নেতা-কর্মী আহত হয়।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের নেতা-কর্মীরা শক্তভাবে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। ঘটনার পরপরই ক্যাম্পাসে ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল বের করে। ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে লাঠিসোটা দেখা গেছে। ছাত্রদল কর্মীদের দেখামাত্র তাদের ওপর হামলা চালানো হচ্ছে বলে খবর পাওয়া গেছে। বর্তমানে ক্যাম্পাসে থমথম অবস্থা বিরাজ করছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর