শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ | ১৫ চৈত্র, ১৪৩০ | ১৮ রমজান, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

ত্রিমুখী সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেলো বাস-প্রাই‌ভেটকা‌র-মোটরসাইকেল, মৃত্যু ৮


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৪ মে, ২০২২ ১:১৩ : অপরাহ্ণ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার ও মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

আজ শনিবার বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

আহত ব্যক্তিদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মুফাজ্জেল হক জানান, রাজিব পরিবহন নামে একটি বাস মাওয়া থেকে খুলনার দিকে যাচ্ছিল। এ সময় কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় খুলনা থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনটি বাহনই দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। এরপর হাসপাতালে নেয়ার পর সেখানে একজন মারা যায়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর