শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ | ৬ বৈশাখ, ১৪৩১ | ৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা খেলা

শেষ মিনিটের গোলে বার্সার রোমাঞ্চকর জয়


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৮ মে, ২০২২ ১২:২২ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

লা লিগায় টানা দুই ম্যাচ জিতলো বার্সেলোনা। ভায়েকানোর কাছে হারের পর মায়োর্কার বিপক্ষে জয়ে ফেরার পর রিয়াল বেতিসকে হারালো তারা। জর্দি আলবার শেষ মিনিটের গোলে রোমাঞ্চকর জয় পেয়েছে কাতালানরা।

গতকাল শনিবার রাতে রিয়াল বেতিসের মাঠে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে জাভির দল।

আনসু ফাতির গোলে এগিয়ে যায় বার্সা কিন্তু তিন মিনিটের ব্যবধানে বেতিসকে সমতায় ফেরান মার্ক বারত্রা। তবে শেষ মিনিটে আলবার গোল স্বস্তি ফিরিয়েছে বার্সেলোনা শিবিরে।

প্রথম ৪৫ মিনিটে কোনো দলই পারেনি গোল করতে। ৭৬ মিনিটে এসে ডেডলক ভাঙেন আনসু ফাতি। সুপার সাব হয়ে মাঠে নেমেই বার্সাকে এগিয়ে নেন তরুণ এই ফুটবলার। তবে তিন মিনিট বাদেই সমতায় ফেরে বেতিস। নাবিল ফেকিরের দারুণ ফ্রিকিকে বারত্রার হেড জাল খুঁজে নেয়।

ম্যাচ যখন ড্র’য়ের পথে ঠিক তখনি মোড় ঘুরিয়ে দেন জর্দি আলবা। যোগ করা চার মিনিটের মাথায় আলভেসের বাড়ানো বলে দুর্দান্ত ভলিতে বল জালে পাঠান আলবা। নাটকীয় জয়ের আনন্দে মাতে বার্সেলোনা ডাগআউট।

চ্যাম্পিয়নস লিগে খেলতে হলে বার্সাকে লা লিগার পয়েন্ট টেবিলের সেরা চারে থাকতে হতো। বেটিসের বিপক্ষে জিতে ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে বার্সেলোনা। সমান ৩৫ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রিয়াল বেতিস।

এ মুহূর্তে লিগে সবার ওপরে থেকে শিরোপা জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ। এ ছাড়া ৩৫ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে বেটিস। সেরা চারে থাকার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ সেভিয়া (৬৪) ও অ্যাথলেটিকো মাদ্রিদ (৬১)।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর