বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ | ২৬ বৈশাখ, ১৪৩১ | ২৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আমরা নির্বাচনে যাবোই না: ফখরুল


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৮ মে, ২০২২ ৩:০১ : অপরাহ্ণ
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Rajnitisangbad Facebook Page

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বিএনপি নির্বাচনে যাওয়ার প্রশ্নই আসে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে আমাদের কথা তো পরিষ্কার যে, আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করলে এবং সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে নির্বাচনের কোনো প্রশ্নই উঠতে পারে না। এই নিয়ে আমরা কোনো কথাই বলতে চাই না। নির্বাচনে তো আমরা যাবোই না যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকে।’

আজ রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘প্রথম শর্ত হচ্ছে তাদের রিজাইন করতে হবে এবং একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারা নির্বাচন পরিচালনার জন্য একটি নির্বাচন কমিশন গঠন করবে জনগণের মতামতের ভিত্তিতে। সেই নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করবে। জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার ও পার্লামেন্ট গঠিত হবে।’

শনিবার রাতে কার্যনির্বাহী কমিটির সভায় আওয়ামী লীগের নেতারা বলেছেন, বিএনপি না আসলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।

আজ রোববার সকালে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাছান মাহমুদও বলেন, ‘সরকার চাইছে বিএনপি নির্বাচনে আসুক।’

সেই লক্ষ্যে নির্বাচনের আগে আলোচনার দ্বার উন্মোচিত হতে যাচ্ছে কিনা জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি মনে করি, কোনো কথাই হবে না যতক্ষণ না আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে। এছাড়া কোনো প্রশ্ন উঠে না।’

আরও পড়ুন: অস্তিত্ব টিকিয়ে রাখতেই বিএনপিকে নির্বাচনে আসতে হবে: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে, বিরোধী দলকে সভা-সমাবেশ করার সুযোগ দেওয়া হবে।

এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘তারা (আওয়ামী লীগ) একটা মুনাফেক দল এবং তারা এই কথাটা বলতেই থাকে। তারা সুন্দর সুন্দর কথা বলে দেখলে মনে হয় যে, এদের মতো ভালো মানুষ আর নাই। আর ভেতরে ভেতরে যা করার তা করে যাবে।’

আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘এই ঘটনাগুলো তারা করছে তারা ভদ্রলোকের মতো কথা বলে, গণতন্ত্রের মতো কথা বলে। সভা-সমাবেশ তো দূরের কথা, একটা মিলাদ করতে দেয় না, ঈদ পুনর্মিলনীতে আক্রমণ করে, দোয়া মাহফিলের মধ্যে আক্রমণ করে এদের কাছ থেকে কী আশা করতে পারেন। সব তো মোনাফেকি।’

শনিবার দাউদকান্দিতে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বাসায় হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এই অনির্বাচিত সরকার তাদের ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্যে আবার এখন থেকেই সন্ত্রাসের আশ্রয় নিয়েছে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর