সোমবার, ৬ মে, ২০২৪ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা স্বাস্থ্য

করোনায় আরও একটি মৃত্যুশূন্য দিন


নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১৫ এপ্রিল, ২০২২ ৪:১৭ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) কারো মৃত্যু হয়নি। এসময় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৭ জন।

দেশে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৪ জনে অপরিবর্তিত রয়েছে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ২২৪ জনে।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার করোনায় কারো মৃত্যু হয়নি। এ সময় করোনা শনাক্ত হয় ৩৫ জনের।

আরও পড়ুন: ঢাকা ও চট্টগ্রামসহ ৭ বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষার তুলনায় শনাক্তের হার শনাক্তের হার শূন্য দশমিক ৬৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮০ জন।

এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৯০ হাজার ২৬৪ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: ২০৩০ সালে দুবার আসবে পবিত্র রমজান

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর