বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ | ১২ বৈশাখ, ১৪৩১ | ১৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানানোর পরামর্শ প্রধানমন্ত্রীর


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৬ এপ্রিল, ২০২২ ১১:১৪ : অপরাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Rajnitisangbad Facebook Page

রমজানের শুরুতে দাম বেড়ে যাওয়ায় বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়া বা অন্য কোনো সবজি দিয়ে বেগুনি বানানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘বেগুনের দাম ১১০ টাকার ওপরে চলে গিয়েছিল। সেটা এখন কমে ৮০ টাকায় এসেছে। তা বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যেসব সবজি সহজলভ্য আছে, সেটা দিয়ে খেলেই হয়। আমরা তো তাই খাই। মিষ্টি কুমড়া দিয়ে খুব ভালো বেগুনি বানানো যায়। আমরা এভাবে করি।’

আজ বুধবার একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এ কথা বলেন।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নেওয়া সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষ যাতে বেশি কষ্ট না পায় সে পদক্ষেপ সরকার নিয়েছে। মোটা চালের দাম এখন ৪৬ টাকার মতো, সেটা খুব বেশি বাড়েনি। চিকন ও মাঝারি চালের দাম কিছুটা বেড়েছে। আলু পাইকারি বাজারে ২০ টাকা, খুচরা বাজারে ২৫ টাকা। পেঁয়াজের দামের জন্য এখন কৃষক হাহাকার করছে।’

শেখ হাসিনা বলেন, ‘করোনার কারণে জিনিসের দাম বেড়েছে। রড সিমেন্ট-প্রতিটি জিনিসের দাম বেড়েছে। এটা কেবল বাংলাদেশে নয়, সব দেশে। জিনিসপত্রের দাম বাড়ার জন্য আমেরিকার অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এক ডলারের তেল চার ডলার হয়ে গেছে।’

দ্রব্যমূল্য নিয়ে বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাবে সংসদ নেতা বলেন, ‘করোনা ও ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপে সাড়ে সাতভাগের ওপরে মূল্যস্ফীতি। বাংলাদেশে মূল্যস্ফীতি ৬ ভাগের নিচে আছে। তিনি বলেন, এই করোনার ধাক্কার মধ্যেও বাংলাদেশ প্রবৃদ্ধি ৬ দশমিক ৯৪ ভাগ অর্জন করতে সক্ষম হয়েছে। মাথাপিছু আয়ও বৃদ্ধি পেয়ে দুই হাজার ৫১১ মার্কিন ডলার হয়েছে। জিনিসের দাম বাড়লেও মানুষের আয় বেড়েছে। দারিদ্রসীমাও কমেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি ও জাতীয় পার্টি ক্ষমতায় থাকতে বিদেশ থেকে কোনো জিনিস কেনার সময় ১০ টাকার জিনিস ২০ টাকায় কিনে বাকি ১০ টাকা পকেটে ঢুকাতো। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে সেটা হয় না বরং দাম কমিয়ে আনার চেষ্টা থাকে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর